শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিকার পরিবর্তে

News Sundarban.com :
অক্টোবর ১৭, ২০২০
news-image

ভূমিকার পরিবর্তে
প্রশান্ত দেবনাথ

যে-ভাষায় প্রিয় স্বপ্ন উচ্চারণ করি
সেই ভাষা তুলে আনে একুশের স্মৃতি

শহিদবেদীর কাছে গিয়ে বসি
গাছের পাতায় আঁকি ভাইয়ের উজ্জ্বল মুখ

যারা আলোর পথে হেঁটে যায়
তারা এসে কথা বলে, শুভেচ্ছা পাঠায়

মায়ের ভাষার কাছে নত হই, শপথ রাখি

একুশে ফেব্রুয়ারি এলে
আমার দুর্বল কাঁধ ছুঁয়ে ডেকে ওঠে পাখি…

 

কবির চোখে বিষণ্ণ গোধূলি নেমে এলে সটান বলে দিতে পারেন৷ “মেঘ তুমি যাও…/আজ আর কবিতা লেখা হবে না”। অথবা “” ভোর, শিগগির দরজা খুলে দাও/পায়ে আমার পেরেক বিঁধে আছে…”। নয়ের দশকের এই কবির অনেক পঙক্তিই পাঠকের মুখে মুখে ফেরে। তিনি কবি প্রশান্ত দেবনাথ। জন্ম ১৯৬৮ সালের ১১ জানুয়ারি। আলিপুরদুয়ারবাসী এই কবি ১৭ বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন।

দেশ, আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আজকাল, বসুমতী, মাসিক যুগশঙখ, নন্দন, কবি সম্মেলন, মহাদিগন্ত, তমসুক সহ বিভিন্ন কাগজে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। কবির দুটি কাব্যগ্রন্থ রয়েছে। “মেঘ তুমি যাও” ও “অসুখ সেরে গেলে”। কবি প্রশান্ত দেবনাথ সম্পর্কে খোদ কবি বেণু দত্তরায় একসময় বলেছিলেন, “কবিতার আধুনিকতম আঙ্গিক চেতনা, কবিতার ভাষা, সংকেত ও ইঙ্গিত, সর্বোপরি আধুনিক চিত্রকল্পের সার্থক প্রয়োগে এই তরুণ কবি বিষয়ে আমার মন আশাবাদী হয়ে ওঠে।”