শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চার লেনের মাঝেরহাট ব্রিজের কাজ একেবারে শেষ পর্যায়ে

News Sundarban.com :
অক্টোবর ১৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: প্রায় ৯০ শতাংশ কাজ শেষ। দ্বিতীয় বিদ্যাসাগর সেতুর আদলে তৈরি চার লেনের মাঝেরহাট ব্রিজের কাজ একেবারে শেষ পর্যায়ে।

সুইজারল্যান্ড থেকে আনা বিশেষ ক্ষমতা সম্পন্ন কেবিল লাগানোর কাজও শেষ হয়েছে।

অপেক্ষা শুধুমাত্র অল্প কিছু স্থানে পিচ এর আস্তরণ পড়ার।

তার জন্য মাটি লেভেলিং কাজও চলছে জোড় কদম। আর বাকি স্ট্রিট লাইট লাগানো।

ব্রিজের পাশের দেওয়ালের নীল সাদা রঙের প্রলেপ এর কাজ শুরু হয়ে গেছে। ইঞ্জিনিয়ারদের মতে সব মিলিয়ে আর এক সপ্তাহ লাগতে পারে কাজ শেষ করতে।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ভরদুপুরে হুরমুড়িয়ে ভেঙে পড়েছিল মাজেরহাট ব্রিজ।

নিহত হয়েছিলেন একজন আহত হয়েছিলেন কয়েকজন।

তারপরই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় মেরামত নয়, নতুন করেই তৈরি হবে মাঝেরহাট ব্রিজ।

এক বছরের মধ্যেই নতুন ব্রিজের কাজ শেষ করতে হবে বলে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিলেও রেলের অনুমতি পেতে বেশ কিছুটা দেরি হওয়ায় থমকে গিয়েছিল কাজ।

রেলের অনুমতি পাওয়ার পরই জোরকদমে শুরু হয় শেষ পর্যায়ের কাজ।

পুরোপুরি আধুনিক প্রযুক্তিতে তৈরি, অত্যধিক ভার বহনকারি মাজেরহাট ব্রিজ ভুলে গেলে শহরের গতি আরো বেড়ে যাবে।

যেহেতু ব্রিজ তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে, তাই পুজোর মধ্যে উদ্বোধন হয়ে যেতে পারে মাজেরহাট ব্রিজের।

আর শহরবাসীর জন্য এটাই হতে পারে উৎসবের শ্রেষ্ঠ উপহার।