শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টংঘর

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০২০
news-image

টংঘর
বিবেকানন্দ বসাক

।।দুই।।

টংঘর থেকে
আমি স্পষ্ট দেখে নিতে পারি
জিপ সাফারি মুগ্ধ পর্যটকের উল্লাস
জ্যোৎস্নার অবগাহনে রাতভর গন্ডার, বাইসন আর হরিণের ভীরু পদক্ষেপ
অন্ধকার চিরে দিনের অস্পষ্ট প্রকাশ
ছায়ার ভেতর শতাব্দী প্রাচীন বৃক্ষেরা
প্রিয়জনের মুখ মনে করে
কান্নায় ভেঙে পড়ে
তখন জীবনানন্দ, বিভূতিভূষণ, করবেটের মৃত আত্মারা অসহায় বোধ করে
তাদের অনুচ্চারিত ভাষায়
সান্ত্বনা খুঁজে নেয় বৃক্ষবীথিকা
বুনো পথ বেয়ে সর্পিল নদী
বিষের জ্বালায় মৃত্যুর মুখোমুখি মাছের পাশে ঠায় দাঁড়িয়ে থাকে
এসব ব্যাপ্ত সময়ে
বিষাদের মেঘ ফুঁড়ে জেগে থাকে টংঘর…

সাহিত্যচর্চাই নেশা বিবেকানন্দ বসাকের। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা শহরে জন্ম।বেড়ে ওঠা ও পড়াশোনার পাঠ আলিপুরদুয়ার জংশনে। বাবা ভবানীমোহন বসাক অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী। সালটা ১৯৯৫। স্কুলের গন্ডি তখনও শেষ হয়নি।

লেখালেখির নেশাটা চেপে বসল তাঁর। তখন থেকেই উত্তরবঙ্গ সংবাদে প্রায় নিয়মিত ছড়া লিখতেন। একইসঙ্গে স্থানীয় বিভিন্ন মঞ্চে দীর্ঘ বছর সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও সাংবাদিকতার সঙ্গেও যুক্ত বিবেকানন্দ কবিতা, প্রবন্ধও লেখেন। সেই সূত্রে গুয়াহাটি ও কলকাতায় পেশাগত জীবন কাটিয়েছেন।