বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্গাপুজো নিয়ে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছে তৃণমূল। বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি উত্তরবঙ্গের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতার আহিরীটোলা ও নাকতলার পুজোর উদ্বোধন করেন তিনি। এ ক্ষেত্রে বিজেপি কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। এই দুর্গাপুজো নিয়ে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষের মাতে, কোনও রাজনৈতিক দল পুজো করে না।

মুকুল রায় তার পাল্টা জবাব দিয়েছেন, বিজেপি দুর্গাপুজোর আয়োজন করবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে ভার্চুয়ালি উদ্বোধন শুরু করলেও ষষ্ঠীর দিন ভার্চুয়ালি কিছু পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানে ভাষণ দেওয়ার কথাও রয়েছে তাঁর। জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে সল্টলেক একটি পুজো হবে। সেই পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিলীপ ঘোষ বলেন, পুজোর আয়োজন করা বিজেপির কাজ নয়।