বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করার বিরুদ্ধে বৈঠকে বসছেন ভূস্বর্গের নেতারা

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  নিজের বাড়িতে বৈঠকের ডাক দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। বৃহস্পতিবার নিজের বাড়িতে বৈঠকের ডাক দিয়েছেন তিনি। জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহার করার বিরুদ্ধে এদিন বৈঠকে বসছেন ভূস্বর্গের নেতারা।
দীর্ঘ ১৪ মাস গৃহবন্দি থাকার পর অবশেষে মঙ্গলবার ছাড়া পেয়েছেন মেহবুবা মুফতি। মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ তাঁকে মুক্তি দেওয়া হয়।

সূত্রের খবর, এদিনের বৈঠকে পিডিপি নেতারা যোগ দেবেন বলে জানা গিয়েছে। ফারুক আব্দুল্লার ছেলে ওমর আব্দুল্লা জানিয়েছেন, মেহবুবা মুফতির মুক্তির পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছি আমরা। তিনিও স্পষ্ট জানিয়েছেন, বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত থাকবেন মুফতিও। জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার প্রত্যাহার করার একদিন আগে বৈঠকে বসেছিলেন সব নেতারা। এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল, জম্মু-কাশ্মীরের সম্মান রক্ষা করা হবে ঐক্যবদ্ধভাবে। কিন্তু বিশেষ ক্ষমতা প্রত্যাহার করার আগেই সব নেতাদের গৃহবন্দী করা হয়।

এখন রাজনৈতিক মহলের নজর ফারুক আব্দুল্লার বাড়ির দিকে। ভূস্বর্গের বিষয় নিয়ে কি আলোচনা হয় সেটাই এখন দেখার।