বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সশরীরে না থাকলেও নেতাদের বার্তা দিয়েছেন লালু প্রসাদ যাদব

News Sundarban.com :
অক্টোবর ১৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: বেজেছে বিহার বিধানসভা নির্বাচনের বাদ্যি। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করেছে। একদিকে বিহারের মসনদ ধরে রাখতে তৎপর বিজেপি জেডিইউ জোট। অন্যদিকে বিজেপি জেডিইউ জোটকে হারিয়ে মসনদ দখল করতে উঠে-পড়ে লেগেছে কংগ্রেস আরজেডি। কিন্তু ক্ষমতায় থাকা দলের তুলনায় কিছুটা হলেও পিছিয়ে রয়েছে কংগ্রেস আরজেডি।

তার অন্যতম কারণ লালুপ্রসাদ যাদবের অনুপস্থিতি। প্রবীণ রাজনীতিবিদ এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বর্তমানে শারীরিক অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি। পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত চাইবাসা ট্রেজারি মামলায় ঝাড়খন্ড আদালত লালুপ্রসাদ যাদবকে জামিন দিয়েছে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ভোটের ময়দানে অংশ নিতে পারেননি। লালু প্রসাদ যাদবের জন্যই বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল আরজেডি। তার দেখানো পথে সর্বদা চলে এসেছে আরজেডি। সশরীরে না থাকলেও নেতাদের বার্তা দিয়েছেন লালু প্রসাদ যাদব। নেতাদের বলেছেন, অসহায়দের পাশে দাঁড়াতে হবে। বাবার অনুপস্থিতি একান্তভাবে অনুভব করছেন তেজস্বী যাদব।