মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এক দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী সানা মারিন

News Sundarban.com :
অক্টোবর ৯, ২০২০
news-image

অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ ছবিতে একজন সাধারণ নাগরিককে এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হতে দেখা গিয়েছিল। বুধবার প্রায় একই রকম ঘটনার সাক্ষী থাকল ফিনল্যান্ড। এদিন সে দেশের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য নিজের দায়িত্ব তুলে দেন ১৬ বছরের কিশোরীর হাতে। নারী অধিকার রক্ষা প্রচার অভিযান সবার সামনে তুলে ধরতেই এ পদক্ষেপ নেওয়া হয় দেশটিতে।

এক দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে উচ্ছ্বসিত ১৬ বছরের আভা মুরতো। দক্ষিণ ফিনল্যান্ডের ভাস্কাইয়ের বাসিন্দা আভা পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করে। একদিনের প্রধানমন্ত্রী হয়ে দেশের আইনব্যবস্থা বিষয়ে নতুন জিনিস শিখেছে বলে জানিয়েছে সে।

ফিনল্যান্ডে এক দিনের প্রধানমন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত আভা বলেছে, সিদ্ধান্ত নেওয়া মেয়েদের নিজেদের বুঝতে হবে। প্রযুক্তির ব্যাপারে তারা যে ছেলেদের সঙ্গে পাল্লা দিতে পারে, এ কথাও মাথায় রাখতে হবে। আভা মনে করে, ছোটদের কাছ থেকেও বড়দের অনেক কিছু শেখার আছে।

ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সী সানা মারিন বিশ্বের কনিষ্ঠতম সরকারপ্রধান। গত ডিসেম্বরে তাদের জোট সরকার ফিনল্যান্ডের ক্ষমতায় এসেছে।