“পথশ্রী অভিযানে” বিপত্তারিণীতে ঢালাই রাস্তার উদ্বোধনে সংখ্যালঘু সভাপতি আব্দুর রহিম মোল্লা
News Sundarban.com :
অক্টোবর ৮, ২০২০

সামিম হোসেন, কুলপি :
সম্প্রীতির নজির গড়তে “পথশ্রী অভিযান” প্রকল্পে বৃহস্পতিবার দুপুরে কুলপি ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েতের বিপত্তারিণী থেকে তাজপুর পর্যন্ত ২ কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করেন কুলপি ব্লকের সংখ্যালঘু সভাপতি আব্দুর রহিম মোল্লা।
উপস্থিত ছিলেন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাহান হালদার, দলনেতা উত্তম সরদার, সমাজসেবী আব্দুল হাই মোল্লা প্রমুখ।