বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চরম অপমানে প্রকাশ্যে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মহিলা সাংবাদিক

News Sundarban.com :
অক্টোবর ৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  কোনও কারন না থাকা সত্ত্বেও বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ সরকারের বিরুদ্ধে খবর করেছিলেন তিনি। সরকারের এইরকম আচরণে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন রাশিয়ার এক মহিলা সাংবাদিক। মানসিক ও হেনস্তার প্রতিবাদে রাশিয়া স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন তিনি। মস্কো থেকে ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি শহরে ঘটনাটি ঘটে।মৃত ওই মহিলার ইরিনা স্লাভিনা।

সূত্রের খবর, স্থানীয় একটি পোর্টালে প্রধান সম্পাদক হিসেবে কাজ করতেন তিনি। চলতি সপ্তাহে পোর্টালে পুতিন সরকারকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেছিলেন। তারপরেই ওই মহিলা সাংবাদিকের বাড়িতে ১২ জনের একটি দল চড়াও হয়। লিফলেট ও একাউন্ট সংক্রান্ত খবর জোগাড় করার জন্য গোটা বাড়ি তল্লাশি চালায় তারা। এখানেই থেমে থাকেনি ওই ১২ জনের দল।

ওই দলটি ইরিনার কম্পিউটার, নথিপত্র, মেয়ের ল্যাপটপ,স্বামীর মোবাইল নিয়ে চলে যায়। এরপরে চরম অপমানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন ইরিনা। তাকে প্রথমে বাঁচানোর চেষ্টা করা হলেও বাঁচানো যায়নি। স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।