শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁকুড়া শহরে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম দিবস যথাযথ মর্যাদা সহকারে পালন

News Sundarban.com :
অক্টোবর ২, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী,  বাঁকুড়া:

ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র ও বাঁকুড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা অনুশীলন সমিতির উদ্যোগে আজ বাঁকুড়া শহরে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম দিবস যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয় কুচকুচিয়া সমিতি ভবনে। তারা প্রথমে গান্ধীজীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে “ফিট ইন্ডিয়া “কর্মসূচির অন্তর্গত যোগাসন, দৌড় কর্মসূচী পালন করেন।

এছাড়াও গান্ধীজীর স্বপ্নের “স্বচ্ছ ভারত “গড়ার লক্ষ্যে এলাকার কিছু রাস্তায় সাফাই অভিযান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ নাগ, মনিকা নাগ, সুজয় কুমার মোদক ,অভিজিৎ কর্মকার ,প্রদীপ রক্ষিত ,পুজা কর্মকার, সুরজিৎ কর্মকার ,ঝুলন রক্ষিত প্রমুখ।