বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাত্র ৫০ টাকার জন্য় খুন এক শ্রমিক

News Sundarban.com :
অক্টোবর ২, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:   মাত্র ৫০ টাকার জন্য় খুন এক শ্রমিক! অবাক লাগলেও ঘটনা বাস্তব।
বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামে ৫০ টাকা চাঁদা না দিয়ে ধরলা নদী থেকে নুড়ি পাথর উত্তোলন করায় এক পাথর শ্রমিককে (২৮) রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত পাথর শ্রমিকের নাম মজনু হোসেন (২৮)। ঘটনায় দুজনকে আটককে করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে, পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি মাঝিপাড়া এলাকার দিনমজুর মজনু হোসেন ধরলা নদী থেকে নুড়ি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছে।
পাথর উত্তোলনের সময় প্রতিদিন একই এলাকার সাহাজ উদ্দিনকে নৌকাপ্রতি ৫০ টাকা করে চাঁদা দিতে হয়।
বৃহস্পতিবার সকালে মজনু হোসেন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সাহাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে।
এতে ঘটনাস্থলেই মজনু লুটিয়ে পড়ে। এটি দেখতে পায় প্রতিবেশী রাসেল, মহম্মদ ও সাহাজ উদ্দিনের ছোট ভাই মোজাম্মেল হক।
তারা মজনুকে বাঁচাতে আসলে তাদেরকে সাহাজ উদ্দিন ও তার স্ত্রী রহিমা বেগম মারধর করে বলে অভিযোগ মৃতের বাড়ির লোকজনের।
অভিযুক্ত সাহাজ উদ্দিনের ছোট ভাই মোজাম্মেল হক বলেন, আমার ভাই অত্যন্ত নির্দয়ভাবে লোহার রড দিয়ে মজনুকে আঘাত করে।
এতে মজনু আহত হয়, উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।