বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি বছরে মহাকাশে রোবট পাঠাতে চলেছে চিন

News Sundarban.com :
অক্টোবর ১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  চলতি বছরের নভেম্বর মাসে মহাকাশে রোবট পাঠাতে চলেছে চিন।

পৃথিবীতে এখনও পর্যন্ত যে সব দেশ মহাকাশ গবেষণা করে চলেছে চিনই তাদের মধ্যে প্রথম এই পদক্ষেপ নিচ্ছে।

বেইজিংয়ের এক বেসরকারি কোম্পানি অরিজিন স্পেস ইতিমধ্যেই গবেষণা অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। এই প্রোজেক্টের রোবটটিকে বলা হচ্ছে অ্যাস্টেরয়েড মাইনিং রোবট।
এই রোবোটের কাজ হবে গ্রহাণু পর্যবেক্ষণ করা ।

অরিজিন স্পেসের তরফে রোবটটির নাম রাখা হয়েছে এনইও-১।
এই এনইও-১ খবর অনুযায়ী, সম্ভবত চাইনিজ লং মার্চ রকেটের একটি সেকেন্ডারি পেলোড হতে চলেছে।
এক সাক্ষাৎকারে অরিজিন স্পেসের কো-ফাউন্ডার য়ু তিউয়ানহং জানান, অন্যান্য স্পেসক্রাফ্টের তুলনায় এই স্পেসক্রাফটটি অনেক হালকা হতে চলেছে। এর ওজন হবে মাত্র ৩০ কেজি। এই প্রোজেক্টের লক্ষ্য স্পেসক্রাফট অরবিট্যাল ম্যানুভার, মহাজাগতিক তাপমাত্রা- এই সব বিষয় পরীক্ষা করা।

এনইও-১ মিশনের ভালো-মন্দ নিয়ে অবশ্য এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। একে তো এই প্রথম এ রকম উদ্যোগ নেওয়া হতে চলেছে, তার উপরে আবার ফলাফলের বিষয়টিও অনিশ্চিত।
তবে অরিজিন স্পেস জানিয়েছে, এই মিশন যদি সাফল্য পায়, তা হলে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে।
সেই সঙ্গে নাসাকে টপকে বিশ্বে রেকর্ড তৈরি করতে চলেছে চিন। কারণ বিভিন্ন রকম মহাকাশযান পাঠানোর পরীক্ষানিরীক্ষা হলেও মহাকাশে রোবট যাচ্ছে এই প্রথম।