শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বারুইপুর সংশোধনাগারে পুলিশি অভিযান,উদ্ধার বেআইনি সামগ্রী সহ মোবাইল ফোন

News Sundarban.com :
সেপ্টেম্বর ৩০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: বিভিন্ন সূত্র থেকে বারুইপুর জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানতে পারেন বারুইপুর সংশোধনাগারের ভিতর থেকে বাইরে সরাসরি যোগাযোগ রাখছে জেলের কয়েদীরা। পাশাপাশি বেশকিছু ক্ষেত্রে হুমকি সহ নানান প্রকার অসামাজিক কাজকর্মের ঘটনাও ঘটেছে। বারুইপুর পুলিশ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার কামনাশীষ সেন দায়িত্বভার গ্রহন করার পরই এইদিকে বিশেষভাবে নজর দেন।বারুইপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর সংশোধনাগারে বিশেষ তল্লাশি অভিযানে নামে।

শুরু হয় জেলের সুপার ও অন্যান্য স্টাফদের নিয়ে বিভিন্ন ওয়ার্ড ও সেলগুলিতে তল্লাশি অভিযান। তল্লাশি অভিযানে নেমে পুলিশের চক্ষু চড়কগাছ। সংশোধনাগারের কয়েদীদের কাছ থেকে গাঁজার কলকে,ছুরি,আয়না,মোবাইল ফোন সহ বেশকিছু বেআইনি দ্রব্যসামগ্রী উদ্ধার করে।
সুত্রের খবর পুলিশে এমন অনবদ্য ভূমিকায় আগামীদিনে জেলখানাতে বেআইনি ফোনের ব্যবহার কমবে।