শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সঙ্গীতশিল্পীকে সম্মান জানাতে ৭২ টি গান স্যালুট

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: করোনা নেগেটিভ হয়েও শেষ রক্ষা হয়নি সঙ্গীতশিল্পী এস পি বালাসুব্রক্ষ্মনীয়মের।
প্রায় ৫০ বছর ধরে কাজ করে যাওয়া এই সঙ্গীতশিল্পীকে সম্মান জানাতে ৭২ টি গান স্যালুট হয়।
শুক্রবার তামিলনাড়ুর তিরুভাল্লুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মারণ ভাইরাস করোনায় জর্জরিত সারা বিশ্ব। করোনা থেকে থেকে রেহাই পাচ্ছে না ধনী-গরিব কেউই।  এমনই এক ভাইরাস যা সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষকে এক নিমিষে শেষ করে দিয়েছে।
শুক্রবার নব্বইয়ের দশকে খ্যাতিনামা গায়ক এস পি বালাসুব্রক্ষ্মনীয়মকে হারিয়েছে দেশ, হারিয়েছে দেশের সংস্কৃতি জগৎ।

সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তেলেগু অভিনেতা বিজয়।
এছাড়া শেষ শ্রদ্ধা জানাতে আসেন সঙ্গীত সুরকার দেবী শ্রী প্রসাদ এবং কৌতুক অভিনেতা মাইলসামি।
এস পি বালাসুব্রক্ষ্মনীয়ম তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি সহ ১৬ টি ভাষায় ৪০ হাজারের বেশি গান গেয়েছেন।
২০০১ সালে তারে সঙ্গীত অবদানের জন্য ভারত সরকার পদ্মশ্রী এবং ২০১১ সালে পদ্মভূষণে সম্মানে ভূষিত করে।
তাঁর মৃত্যু সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি। তবে সৃষ্টির মাধ্যমে তিনি চিরকাল বেঁচে থাকবেন।