বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এলাকাবাসীর সব অংশের মানুষের ব্যাপকতম অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে :সূর্যকান্ত

News Sundarban.com :
সেপ্টেম্বর ২২, ২০২০
news-image

কেন্দ্রের কৃষিবিল নিয়ে উত্তাল হয়েছিল রাজ্যসভা। তাঁর আচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কৃষকরা নিজেদের স্বার্থ রক্ষা করতে তৎপর হয়ে উঠেছে। এডিএমকে, জেডিইউ বাদে মোটামুটি সব বিরোধীরা এই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছিল। কিন্তু ধ্বনিভোটে বিলটি পাশ করিয়ে নেয় মোদি সরকার।

এরপর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ গোটা দেশে প্রতিবাদ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সূর্যকান্ত মিশ্র টুইট করে বলেন, শুধু সমর্থন নয়,  আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে কৃষক, শ্রমিক, মহিলা,যুব ও অন্যান্য সংগঠন সমূহের সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচিতে। এলাকাবাসীর সব অংশের মানুষের ব্যাপকতম অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। অনেক জায়গায় বিচ্ছিন্ন সমাবেশের অপেক্ষা নির্দিষ্ট জায়গা গুলোতে অনেক বেশি মানুষের সুশৃঙ্খল সমাবেশ ঘটাতে হবে। সংসদের মধ্যে সংগ্রামের শক্তি নির্ভর করে সংসদের বাইরে ঐক্যবদ্ধ গণ আন্দোলন ও জনসমাবেশের প্রতিরোধের ক্ষমতার উপর।