শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘জঙ্গল খোলার ১৫দিন পর রিভিউ মিটিংয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হবে’

News Sundarban.com :
সেপ্টেম্বর ২১, ২০২০
news-image

করোনা সংক্রমনের কারণে রাজ্যে লকডাউন পালন করার পাশাপাশি বন্ধ ছিল রাজ্যের সকল বিনোদন পার্ক থেকে সাফারি পার্ক এবং চিড়িয়াখানা। সম্প্রতি বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন চলতি মাসের ২৩ তারিখ খুলবে বিনোদন পার্ক ও চিড়িয়াখানা। এরপর রবিবার ঘোষণা হল উত্তরবঙ্গের সাফারি পার্ক খোলার কথা। জানা গিয়েছে, আগামী ২ অক্টোবর শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি পার্ক খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

কিন্তু করোনা আবহে জঙ্গল খোলার ১৫দিন পর রিভিউ মিটিংয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।

মন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমনের কারণে বন, বাংলো, লজ, ওয়াচ টাওয়ার সবকিছুকে জীবাণুমুক্ত করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আক্রান্তদের মধ্যে অনেকেরই কোনও উপসর্গ দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে চরম সমস্যা সৃষ্টি হতে পারে। সেই কারণেই হাতি সাফারি বন্ধ রাখা হচ্ছে। ৪ জন পর্যটক নিয়ে হাতি সাফারি করলে তা ঝুঁকিপূর্ণ। জঙ্গলে ৬ জন পর্যটককে নিয়ে হাতি সাফারি হয়। জঙ্গল খোলার পর গোটা পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।