রীতিমত ক্ষুব্ধ অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান

এবার ডেটিং অ্যাপের বিজ্ঞাপনে জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান! এ ঘটনায় রীতিমত ক্ষুব্ধ তিনি। বিনা অনুমতিতে ভিডিও চ্যাট অ্যাপে ছবি ব্যবহার করায় কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী নুসরাত জাহান। অনুমতি ছাড়া নুসরাত জাহানের ছবি ব্যবহার করা হচ্ছে এক ভিডিও চ্যাট অ্যাপে। আর সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই নুসরাতের নজরে পড়ে।
এরপরই সংশ্লিষ্ট অ্যাপ কর্তৃপক্ষকে একহাত নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ সাংসদ। ফ্যান্সি ইউ- ভিডিও চ্যাট নামে একটি অ্যাপের বিজ্ঞাপনে জ্বলজ্বল করছে লাল পোশাক পরা অভিনেত্রীর ছবি। পাশে অবশ্য আরও একটি মেয়ের ছবিও রয়েছে। কিন্তু সাংসদের ছবি একটি ভিডিও চ্যাট অ্যাপের বিজ্ঞাপনীতে তার অনুমতি ছাড়া কীভাবে ব্যবহার করতে পারে কেউ? সেই প্রশ্ন তুলেই নেটদুনিয়ায় ভাইরাল এই ছবি। অতঃপর এই ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে তুমুল শোরগোল শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।