বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুম্বাই থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে ট্রেন দুর্ঘটনা

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০২০
news-image

মুম্বাই থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে ট্রেন দুর্ঘটনা। সূত্রের খবর, আতগাঁও স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে পড়ে লোকাল ট্রেনের একটি বগি। শনিবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ কাসারা স্টেশনের দিকে যাচ্ছিল ওই লোকাল ট্রেনটি। আচমকাই থানে এলাকার আতগাঁও স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে বগিটি। এরপর আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সকলকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে হতাহতের কোনো খবর নেই। রেল সূত্রে খবর সকল যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। সেন্ট্রাল রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজী সুতার জানিয়েছেন, শনিবার সকালে লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার সময় ওই কামড়ায় বেশি যাত্রী ছিলেন না। এরপরে যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন সাধারন মানুষ। দেখি যাচ্ছে না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। জানা গিয়েছে এই দুর্ঘটনার ফলে কল্যান-কাসারা রুটে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। করোনা সংক্রমনের কারণেই জনসাধারণের জন্য লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। কিন্তু জরুরী কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য চালু হয়েছে লোকাল ট্রেন। সেই কারণেই ট্রেনটিতে লোক কম ছিল।