বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আর কয়েকদিন পর আকাশে দেখতে পাওয়া যাবে নীল চাঁদ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০২০
news-image

আর কয়েকদিন পর আকাশে দেখতে পাওয়া যাবে ব্লু মুন। ভাবছেন তো চাঁদের রং আবার নীল! নামে ব্লু মুন হলেও এর রঙ কিন্তু নীলচে নয়। আগামী ৩১ অক্টোবর রাতের আকাশে দেখতে পাওয়া যাবে এই মহাজাগতিক চাঁদকে। ব্লু মুন অর্থাৎ পূর্ণচন্দ্রটি এদিন বিশ্বের সর্বত্র থেকে দেখতে পাওয়া যাবে। এক কথায় বলা যায় গোটা বিশ্ববাসী একসঙ্গে এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে। ১৯ বছর অন্তর অন্তর আকাশে এই ব্লু মুনের দেখা মেলে। এই বিশ্বের সকলে একসঙ্গে শেষ ব্লু মুন দেখেছিল ১৯৪৪ সালে। জানা গিয়েছে, অক্টোবর মাসে দুটি পূর্ণিমা রয়েছে। ১অক্টোবর প্রথম পূর্ণিমা। ৩১ অক্টোবর দ্বিতীয় পূর্ণিমা। আর এই দ্বিতীয় পূর্ণিমাতেই যে পূর্ণ চাঁদ উঠবে সেটাই হবে ব্লু মুন।

এই ধরনের ঘটনা ২০০১ সালে ঘটেছিল। সেবারও বিশ্বের সর্বত্র টাইম জোনের মানুষ একসাথে এই ব্লু মুন দেখতে পেয়েছিল। চলতি বছরের পর অপেক্ষা করতে হবে আরো ১৯ বছর। আগামী ২০৩৯ সালে ফের এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু সেই বছর পৃথিবীর সব মানুষ একসাথে ব্লুমুন দেখতে পারবে কিনা তা জানা নেই। তবে প্রতিবছর সিজনাল ব্লু মুন দেখতে পাওয়া যায়। ২০১৮ সালে ৩১ মার্চ ছিল সেই মাসের দ্বিতীয় পূর্ণিমা।