শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ণবাদের ঝড় বইছে ফরাসি ফুটবলে

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৫, ২০২০
news-image

বর্ণবাদের ঝড় বইছে ফরাসি ফুটবলে। পিএসজির তারকা নেইমার বর্ণবাদী গালি খাওয়ার অভিযোগ তুলেছেন। পিএসজি-মার্শেই ম্যাচেই হয়েছে এই কাণ্ড, যে ম্যাচে পিএসজি হেরেছে ১-০ গোলে। মার্শেইয়ের স্প্যানিশ ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের দিকেই অভিযোগের আঙুল নেইমারের। আলভারো গঞ্জালেজ কী আদৌ নেইমারকে বর্ণবাদী গালি দিয়েছেন? নেইমারের অভিযোগ কী সত্য? তা নির্ধারণের জন্য তদন্ত কমিটি বসে গেছে ইতিমধ্যে।

তবে তদন্তের ফলাফল যা-ই হোক না কেন, নিজের খেলোয়াড়ের পাশেই দাঁড়িয়েছে পিএসজি। সংক্ষিপ্ত বিবৃতিতে পরিষ্কার করেছে নিজেদের অবস্থান, ‘পিএসজি খুবই আন্তরিকভাবে নেইমারকে সমর্থন দিচ্ছে, তিনি বলেছেন তাঁর সঙ্গে প্রতিপক্ষের একজন খেলোয়াড় বর্ণবাদী আচরণ করেছেন। ক্লাব আবারও ব্যাপারটা পরিষ্কার করে বলতে চায়, সমাজের কোনো জায়গায় বর্ণবাদের জায়গা নেই। না ফুটবলে, না আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা আশা করি এই জঘন্য আচরণের প্রত্যেক প্রকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে সবাই।’

আরও দেখুন