বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার আমির হাতামির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে

News Sundarban.com :
সেপ্টেম্বর ৭, ২০২০
news-image

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার আমির হাতামির সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। রবিবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার আমির হাতামির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে।

আফগানিস্তানের পরিস্থিতি সহ আঞ্চলিক সুরক্ষা বিষয় নিয়ে এদিন বৈঠক হয় দু দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে। তিন দিনের সফরে রাজনাথ সিং রাশিয়া, চিন ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। সূত্রের খবর, ভারত ও ইরান ভালো বন্ধু হলেও সম্প্রতি সম্পর্কে কিছুটা ভাটা দেখা দিয়েছিল।

এজন্য আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা। অন্যদিকে ইরান সফরের একদিন আগে পার্শিয়ান উপসাগর ঘিরে উত্তেজনা ছড়ায়। তাতে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তেহরানে দুই মন্ত্রীর বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে হয়েছিল। ভারত-ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে।