বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ কেজি হরিণের মাংস সহ দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ ও বনদফতর

News Sundarban.com :
সেপ্টেম্বর ৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  পুলিশও বনদফতর যৌথ তল্লাশি অভিযান চালিয়ে হরিণের মাংস সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করলো। ধৃতের নাম মোমিন্দ্র নাথ দাস। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি মৈপিঠ উপকুল থানার বৈকুন্ঠপুর গ্রামে। ধৃতের কাছ থেকে ১৩ কেজি হরিণের মাংস ও হরিণ ধরার ৪০ ফাঁদ উদ্ধার হয়েছে।পুলিশ ও বনদফতর সুত্রের খবর হরিণের মাংস পাচারের খবর গোপন সুত্রে জানতে পারে পুলিশ ও বনদফতর। সেইমতো কুলতলির মৈপিঠ কোষ্টাল থানার পুলিশ নড়েচড়ে বসে।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলতলির মৈপিঠ উপকুল থানার পুলিশ ও বনদফতর শনিবার ভোরে যৌথ তল্লাশি অভিযান শুরু করে বৈকুন্ঠপুর গ্রামে।তল্লাশি অভিযানে সেখানে ১৩ কিলো হরিণের মাংস ও হরিণ ধরার ৪০ ফাঁদ সহ মোমিন্দ্র নাথ দাস নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে।পুলিশ ও বনদফতর ধৃতকে জিঞ্জাসাবাদ করে আর কে বা কার এই কাজে যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বনদফতর।