শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্ধের তালিকায় নাম লেখাচ্ছে টিকিট তৈরির কারখানাগুলো

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০২০
news-image
লকডাউনের কারণে রাস্তায় নামেনি কোনও বাস। আনলক পর্যায় শুরু হওয়ার পর ধীরে ধীরে রাস্তায় গড়িয়েছে বাসের চাকা। কিন্তু সেরকম যাত্রী দেখা নেই।

পাশাপাশি করোনা সংক্রমনের ভয়ে অনেকেই টিকিট নিতে চাইছেন না। ফলে কাগজের টিকিট সেভাবে বিক্রি হচ্ছে না। প্রয়োজন পড়ছে না নতুন টিকিটের। বন্ধের তালিকায় নাম লেখাচ্ছে টিকিট তৈরির কারখানাগুলো।

রীতিমত সিঁদুরে মেঘ দেখছেন তারা। আনলক পর্যায়ে বাস চলাচল শুরু হলেও টিকিটের দাম বৃদ্ধি নিয়ে জট থাকায় বহুদিন বাস চলাচল করেনি। সেই সমস্যা মিটে আসলেও ছোঁয়া বাঁচাতে অধিকাংশ যাত্রীই টিকিট নিতে চাইছেন না। যে কজন নিচ্ছেন তাদের পুরনো টিকিটে চলে যাচ্ছে। ফলে নতুন করে টিকিট বানাতে হচ্ছে না। সূত্রের খবর আগে কোনও ছাপাখানা থেকে মাসে যেখানে ২৬ থেকে ২৭ লক্ষ টিকিট বিক্রি হতো সেখানে এখন পাঁচ লক্ষ টিকিট বিক্রি হচ্ছে। শ্যামবাজার, রাসবিহারী, বালিগঞ্জ, কালীঘাট, শ্রীরামপুর, বজবজ এলাকায় এই ধরনের কারখানা রয়েছে। কিন্তু কাজ তেমন নেই, বন্ধের মুখে কারখানা।