প্রশান্ত কিশোরের নাম করে প্রায় প্রত্যেকদিনই তাঁর কাছে ফোন আসে

পি কে মানেই ভোটের ময়দানে ম্যাজিক। তাঁর মস্তিষ্কপ্রসূত ভাবনা দেশের বিভিন্ন রাজ্যে ভোট রঙ্গমঞ্চে বদল এনে দিয়েছে। একই রকম ভাবে পিকের ভাবনা বদলের দিশা দেখিয়েছে এরাজ্যের রাজনীতিতে। বার বার কৌশলী পরামর্শ দিয়ে মানুষের আস্থা, বিশ্বাস বাড়ানোর দিশা দেখিয়েছেন পিকে। সেই তিনি নাকি ফোন করেছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে।
একটি ভিডিও বার্তায় ভিক্টরের দাবি, প্রশান্ত কিশোরের নাম করে প্রায় প্রত্যেকদিনই তাঁর কাছে ফোন আসে। এতে খুবই বিরক্ত ভিক্টর সরাসরি পিকেকে ফোন করতে বলেন। কিন্তু প্রশান্ত কিশোর কেন আলি ইমরান রামজের সঙ্গে কথা বলতে চাইছেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
যদি সত্যি পিকে ভিক্টরের সঙ্গে কথা বলতে চান তাহলে কেন সরাসরি কথা বলছেন না? তা নিয়েও দেখা গিয়েছে ধন্ধ। তবে রহস্যের এখানেই শেষ নয়। আলি ইমরান রামজের দাবি, পরে প্রশান্ত কিশোর নিজে ফোন করে তাঁর সঙ্গে দেখা করেন।