শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে করোনা নমুনা পরীক্ষার প্রতিদিন একের পর এক রেকর্ড গড়েই চলেছে

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০২০
news-image

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিনের রেকর্ড আরেকদিন ভেঙে দিচ্ছে। আক্রান্ত ও মৃতের পাশাপাশি করোনা পরীক্ষা করা হচ্ছে ব্যাপক হারে। সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যত পরীক্ষা বাড়বে সংক্রমণের হার ততটাই বাড়বে। ভারতে করোনা নমুনা পরীক্ষার প্রতিদিন একের পর এক রেকর্ড গড়েই চলেছে। দ্রুত বাড়ছে নমুনা পরীক্ষা।

ভারতে বুধবার সারাদিনে ৯ লক্ষ ২৪ হাজার ৯৯৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ২৬ আগস্ট পর্যন্ত দেশে মোট তিন কোটি ৮৫ লক্ষ ৭৬ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫জন। পাশাপাশি দেশে মৃত্যু হয়েছে ৬০ হাজার ৪৭২ জন।