বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকে বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০২০
news-image

ঝোটন রয়, চন্দন পিড়ি: 

নামখানা ব্লকের দক্ষিণ চন্দন পিড়ি গ্রামে আয়োজন করা হলো স্বাস্থ্য শিবির।
দক্ষিণ চন্দন পিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জোকা হিউম্যানিটি ট্রাস্ট এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করে।

এই শিবিরে উপস্থিত ছিলেন ড. অজয় মিস্ত্রি, উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ড. শান্তনু বেরা, অতনু বেরা, সরোজ মন্ডল প্রমুখ।

পদ্মশ্রী সুভাসিনি মিস্ত্রীর তৈরি হিউম্যানিটি ট্রাস্টের পক্ষ থেকে ড. অজয় মিস্ত্রি ৭৫ জন মানুষকে চিকিৎসা পরিষেবা ও বিনামূল্যে ওষুধ দেন। এছাড়া গ্রামের ২৫ জন গর্ভবতী মায়েদের ফুড কিট দেওয়া হয়।
সংগঠনের সম্পাদক ড. শান্তনু বেরা বলেন, আজ এই শিবিরের শুভ সূচনা হলো। এই পরিস্থিতিতে সবাই মাক্স ব্যবহার করে এবং সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে আমাদের এই শিবির চলে। আমাদের এই শিবির প্রতি ১৫ দিন অন্তর চলবে।

যারা বর্তমান কোভিড পরিস্থিতিতে হসপিটালে যেতে কুন্ঠা বোধ করছেন তাদের বাড়ির পাশেই এই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এর ফলে এলাকার মানুষরা উপকৃত হবেন।
তিনি আরো বলেন, আগামীতে এই পরিষেবা সারা নামখানা ব্লকে যাতে দেওয়া যায় তার জন্য বিশেষ অনুরোধ করা হয় এই ট্রাস্টকে।