শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘মেসি অপরিবর্তনীয় এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’

News Sundarban.com :
আগস্ট ২৬, ২০২০
news-image

মেসি বার্সা ছাড়ার জন্য ক্লাব সভাপতিকে বুরোফ্যাক্স করেছেন, এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাজারো গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে ফুটবলপাড়া। বার্সা সমর্থকদের মুখে ঘোর অমানিশা। অনেকে অতি আশাবাদী হয়ে ভাবছেন, এটা হয়তো ক্লাব সভাপতিকে তাড়ানোর জন্য মেসির একটা পরিকল্পনা। কিন্তু সম্প্রতি যে খবর এসেছে, তাতে বার্সা সমর্থকদের আরও হতাশ হতে হবে।স্প্যানিশ রেডিও ‘ওন্দা চেরো’র ক্রীড়া বিভাগের প্রধান আলফ্রেডো মার্তিনেজ একটা টুইটে নিশ্চিত করেছেন, মেসি কোনো ‘নাটক’ করছেন না। বার্তোমেউকে সরানোর কোনো ফন্দিও নয় এটা। বার্তোমেউয়ের থাকা বা না থাকার সঙ্গে মেসির এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বার্তোমেউ যদি শেষমেশ ক্লাব ছেড়ে চলেও যান, তাও মেসিকে আর ফিরে পাবে না বার্সেলোনা।

টুইটে তিনি লিখেছেন, ‘যারা ভাবছেন যে পরিস্থিতির পরিবর্তন হবে, আসলে তেমন কিছুই হবে না। মেসি অপরিবর্তনীয় এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এটা বার্তোমেউকে সরানোর কোনো ফন্দি নয়। বার্তোমেউ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেও মেসি তাঁর সিদ্ধান্তে অনড় থাকবেন, আর বার্সায় খেলবেন না। ও আর কখনই বার্সার জার্সি গায়ে দেবে না। দুঃখজনক হলেও ব্যাপারটা সত্যি।’