বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চালু হতে পারে মেট্রো পরিষেবা, এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সূত্রে

News Sundarban.com :
আগস্ট ২৬, ২০২০
news-image

কয়েক মাসেই করোনা যেন আধুনিক মানুষকে আদিম যুগে ঠেলে দিয়েছে। ঘরবন্দী জগত কাটাতে অস্থির হয়ে পড়েছে সকলে। একটানা দীর্ঘ লকডাউনের পর ধাপে ধাপে স্বাভাবিক করার চেষ্টা চলছে। বর্তমানে ভারত এসে পৌঁছেছে আনলকের চতুর্থ পর্যায়ে। ১ সেপ্টেম্বর থেকে শুরু আনলক ৪। এই পর্যায়েই চালু হতে পারে মেট্রো পরিষেবা, এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সূত্রে। এর পাশাপাশি আগামী মাস থেকে বারগুলো খোলা রাখারও অনুমতি মিলেছে।তবে বারে বসেই করা যাবে না মদ্যপান। শুধুমাত্র কাউন্টার থেকে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে।

সূত্রের খবর, দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ধাপে ধাপে মেট্রো পরিষেবা চালু করার জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছিলেন। পরিস্থিতি বুঝেই আগামী মাস থেকে মেট্রো চালু করার বিষয়ে কেন্দ্র সবুজ সংকেত দিতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে মেট্রো চালু করার ক্ষেত্রে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি।

প্রসঙ্গত, আনলক ৩ এ অর্থাৎ ৫ আগস্ট থেকেই জিম ও যোগ প্রশিক্ষণ কেন্দ্রগুলি চালু হয়ে গিয়েছে।