আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হচ্ছে : শ্রীলেখা

কলকাতার ছোটপর্দা ও বড়পর্দা দুই মাধ্যমে সুপরিচিত শ্রীলেখা মিত্র। গত কয়েক বছর ধরেই জি-বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’- এর বিচারকের আসনে দেখা গেছে তাকে। তবে এবার নাকি তাকে আর বিচারকের আসনে দেখা মিলবে না। এ কারণে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার দুঃখপ্রকাশ করেন শ্রীলেখা। যদিও সংশ্লিষ্ট পোস্টে শোয়ের নাম করেননি তিনি। অবশ্য কমেডি শো থেকে বাদ পড়ার কথা বলতেই দর্শকদের কারও আর বুঝতে বাকি নেই যে, এই পোস্ট ‘মীরাক্কেল’কে নিয়েই তিনি করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হচ্ছে। এভাবেই বোধহয় সত্যি কথা বলার দাম চোকাতে হল!’ শ্রীলেখার ভাষ্য, ‘মীরাক্কেল’ তার জন্য ভীষণ ইমোশনাল একটা জার্নি।