শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালত অবমাননায় প্রবীণ আইনজীবীর মঙ্গলবার সাজা ঘোষণা হওয়ার কথা

News Sundarban.com :
আগস্ট ২৫, ২০২০
news-image

নিজের সিদ্ধান্তে অনড় প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। আদালত অবমাননার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আদালত অবমাননায় ইতিমধ্যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। মঙ্গলবার তাঁর সাজা ঘোষণা হওয়ার কথা।

সূত্রের খবর, মাস্ক ও হেলমেট ছাড়া প্রধান বিচারপতি এবং একটি বাইকের ছবি নিয়ে টুইট করেছিলেন প্রশান্ত ভূষণ। পাশাপাশি দ্বিতীয় তৃতীয় তার বক্তব্য ছিল করোনা আবহে আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

এই দুটো টুইটের জন্য প্রশান্তের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা করেছিল শীর্ষ আদালত। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন প্রবীণ আইনজীবী। যদিও ২৪ আগস্ট পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সময় দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু প্রবীণ আইনজীবীর মতে, তিনি নিজে যেটা বিশ্বাস করেন সেটাই বলেছেন। এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। এই বিষয়ে ক্ষমা চাইলে নিজের বিবেকের সঙ্গে অবমাননা করা হবে। উল্লেখ্য যেহেতু তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, মঙ্গলবার তার সাজা হওয়ার কথা। তার ছয় মাসের জেল বা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।