বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দীর্ঘ প্রতিক্ষার পর ফুটবল পায়ে মেতে উঠলো গ্রাম্য যুবকরা

News Sundarban.com :
আগস্ট ২৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  একদিকে মহামারী করোনা ভাইরাসের দাপট আর অপর দিকে আম্ফান সাইক্লোন অর্থনৈতিক ভাবে মেরদন্ড ভেঙে দিয়ে সামাজিক ভাবে দুরত্ব তৈরী করে দিয়েছে সমগ্র মনুষ্য সমাজ কে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন ক্রীড়াপ্রেমী খেলোয়াড়দের জীবনে নেমে এসেছে সাময়িক কালো মেঘের ঘনঅন্ধকার।

তাঁরা কোন ভাবেই মাঠে নামতে পারছেন না ফুলবল,ক্রিকেট কিংবা ভলিবল নিয়ে। এমত অবস্থা সমস্ত কিছু বাধা বিপত্তি কে অগ্রাহ্য করে সোমবার সকালে ১৬ দলীয় এক নকআউট ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হল ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রামপঞ্চায়েতের পরাণীখেকো শিশু উদ্যান সংঘের মাঠে।এদিন দশম বর্ষের নক আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় কালিমন্দির কালিমাতা সংঘ ও বানিবাদা সেবাশ্রম এর মধ্যে। নির্ধারিত সময়ে কালিমন্দির কালিমাতা সংঘ ১-০ গোলে জয়লাভ করে।
এদিন এই ফুটবল খেলায় প্রচুর ফুটবল প্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।