শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কিমের বোন দেশ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুতি নিচ্ছেন

News Sundarban.com :
আগস্ট ২৪, ২০২০
news-image

দক্ষিণ কোরিয়ার সাবেক একজন কূটনীতিক দাবি করেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন কোমায় আছেন এবং কিমের বোন দেশ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুতি নিচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের সাবেক সহযোগী চ্যাং সং মিন দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে বলেছেন, উত্তর কোরিয়া তাদের কিমের শারীরিক অবস্থার তথ্য লুকাচ্ছে। কিম জং উন কোমায় আছেন। তবে তিনি মারা যান নি। খবর নিউইয়র্ক পোস্টের

চ্যাং সং মিন আরও দাবি করেছেন যে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া কিমের যেসব ছবি প্রকাশ করেছে তা সবগুলোই ভুয়া।

এই কূটনীতিকের দাবি এমন সময়ে এলো যখন দক্ষিণ কোরিয়ার গুপ্তচররা অনুসন্ধান করে বের করেছেন যে, কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং (৩৩) উত্তর কোরিয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এখনো তাকে কিমের উত্তরসূরি হিসেবে মনোনিত করা হয়নি।

কিমের অসুস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। চলতি বছর কিমকে জনসম্মুখে খুব বেশি দেখা যায়নি। তাই সন্দেহ আরও বেড়ে যায়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বরাবরই এসব গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।