শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা যোদ্ধা হিসাবে ওসি বিশ্বজিৎ বাবুকে পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন ফারুক 

News Sundarban.com :
আগস্ট ২২, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস কে হারিয়ে আবার দাপটের সঙ্গে বাসন্তী থানার দায়িত্ব গ্রহণ করলেন  ওসি বিশ্বজিৎ ঘোষ। শুক্রবার তিনি বাসন্তী থানার কাজে যোগদান করেন। প্রাকৃতিক বর্ষণ চলছে আর সেই প্রাকৃতিক বর্ষণ উপেক্ষা করে শনিবার দুপুরে সমাজসেবী কবি ফারুক আহমেদ সরদার করোনা যোদ্ধা হিসাবে বছর আটত্রিশ বয়সের বিশ্বজিৎ বাবু কে পুষ্প স্তবক ও ৩৮ টি রক্ত গোলাপ দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। যদিও তাঁর সহকর্মীরা গত শুক্রবারই সংবর্ধনা জানিয়ে বরণ করে নিয়েছিলেন এই ফ্রন্ট লাইনের করোনা যোদ্ধা কে।বাসন্তী থানার ওসি বিশ্বজিৎ ঘোষ গত ২৮ জুলাই  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।চিকিৎসার জন্য একটি বেসরকারী নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন।

সুস্থ হয়ে ১৪ দিন হোম কোয়ারান্টিনে গৃহবন্দি ছিলেন। শুক্রবার কাজে যোগ দিলে সহকর্মী সহ অন্যান্যরা আনন্দে খুশি হয়ে ওঠেন। সমাজসেবী ফারুক আহমেদ সরদার বলেন “বাসন্তী থানার পুলিশ আধিকারিক সাধারণ মানুষের সমস্যা সমাধানে দিবারাত্রি নির্ভীক সৈনিক এর মত কাজ করেন। হঠাৎ এই মহামারী করোনায় আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে যান। পরবর্তী সময়ে অনায়াসেই যুদ্ধে জয়লাভ করে আবার পুনরায় কাজে যোগ দেওয়া় খুশি এলাকার সাধারণ মানুষজন”