ভারত ও ব্রিটেন ছাড়াও যাত্রাপথে বাসটি অতিক্রম করবে ১৬টি দেশ

স্বপ্ন নয়, মজাও নয়। দিল্লি-টু লন্ডন বাসভ্রমণটা বাস্তবেই ঘটতে যাচ্ছে। পাঞ্জাবের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি টুর অ্যান্ড ট্রাভেল সংস্থা আপনার স্বপ্নটা সফল করতে এগিয়ে আসছে। আগামী বছরেই শুরু হবে সংস্থাটির ভাষায় এই ‘মহাকাব্যিক’ বাসযাত্রা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন এ ঘোষণা দিয়েছে তারা।
তা এই বাস কীভাবে যাবে দিল্লি থেকে লন্ডন? ভারত ও ব্রিটেন ছাড়াও যাত্রাপথে বাসটি অতিক্রম করবে ১৬টি দেশ। এগুলো হচ্ছে- মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স। ২০ হাজার কিলোমিটারের পথ পেরোতে সময় লাগবে ২ মাস ১০ দিন। -হিন্দুস্তান টাইমস