শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে

News Sundarban.com :
আগস্ট ২০, ২০২০
news-image

প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তাকে হাসপাতালে ভেন্টিলেশনে পর্যবেক্ষণ রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রণব মুখার্জি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনাভাইরাস শনাক্ত হয় প্রণব মুখার্জির। মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের লক্ষণ পরিলক্ষিত হয়েছে।

তবে এর আগে সকালে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জানান, তার বাবার অবস্থার স্থিতিশীল রয়েছে। এক টুইটে অভিজিৎ লেখেন, ‘আপনাদের প্রার্থনায় ও চিকিৎসকদের প্রচেষ্টায় বাবার অবস্থা এখন স্থিতিশীল। তার ভাইটাল প্যারামিটার্সগুলো নিয়ন্ত্রণে রয়েছে। অবস্থা উন্নতির ইতিবাচক ইঙ্গিতও মিলছে।’- এনডিটিভি