শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার সচেতনতার পাঠে এগিয়ে এলো করোনায় সুস্থ হওয়া এক দম্পতি

News Sundarban.com :
আগস্ট ১৯, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

গোটা দেশ জুড়ে করোনা মহামারি দিনের পর দিন ক্রমশ ঊর্ধ্বমুখী।প্রতিদিন হাজারে হাজারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন । অন্যদিকে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও নেহাতই কম নয় ।এই মতো ভয়াবহ পরিস্থিতিতে করোনা ভাইরাসের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ও রাজ্য সরকার নিয়েছে একাধিক উদ্যোগ। বৈদ্যুতিন মাধ্যম, সংবাদপত্র, ব্যানার ,পোস্টার ,মাইকিং সহ একাধিক মাধ্যমে জনসাধারণ কে  করণা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জোর প্রয়াস চালানো হচ্ছে সরকারি উদ্যোগে। কিন্তু সরকারি সেই উদ্যোগে প্রত্যন্ত গ্রাম ও  মফস্বলের মানুষ ওয়াকিবহাল নয়। এই সকল এলাকার মানুষ এখনো  করোনা নিয়ে অনেকটাই অসচেতন। তাই এবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম ও মফস্বল মানুষের করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে এলেন বাঁকুড়ার মেজিয়ার অর্ধগ্রাম গ্রামের এক দম্পতি।শুভাশিস রায় ও অনামিকা রায় নামে এই দম্পতি তারা  গত পনেরো দিন আগে করোনা আক্রান্ত হয়ে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তারা এখন বর্তমানে পুরোপুরি সুস্থ।

করোনাকে জয় করে তিনি এখন নেমেছেন মানুষকে করোনা সম্পর্কে সচেতনতার কাজে। অর্ধগ্রাম গ্রামে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে করণা সম্পর্কে মানুষকে সচেতনতার পাঠ দিচ্ছন তারা।এতে গ্রামের মানুষজনও সচেতন আর দম্পতিও পরিতৃপ্ত। দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে দম্পতি যা জানিয়েছেন তা শোনা যাক তাঁদের মুখেই।  গ্রামের কয়েকজন মানুষও জানিয়েছেন তাঁদের সচেতনতা সমৃদ্ধ অনুভূতি। স্থানীয় গ্রাম পঞ্চায়েতও দম্পতির এই সমাজসচেতনার এই কাজকে কুর্নিশ জানিয়েছে।