শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাম্প দেশের জন্য একজন ভুল প্রেসিডেন্ট : মিশেল ওবামা

News Sundarban.com :
আগস্ট ১৮, ২০২০
news-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। ডেমোক্রেট পার্টির জাতীয় কনভেনশনে পাঠানো ভিডিও বার্তায় সাবেক প্রেসিডেন্ট ওবামার স্ত্রী মিশেল বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প দেশের জন্য একজন ভুল প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সোমবার রাতে উইসকনসিনের মিলাওয়াকিতে ডেমোক্রেট পার্টির ভার্চুয়াল কনভেনশনের শুরুতে ট্রাম্পকে তুলোধুনা করেন মিশেল।

শুধু মিশেলই নন, এ কনভেনশনে যোগ দিয়ে ট্রাম্পের সমালোচনা করেন তারই দল রিপাবলিকান পার্টি ছেড়ে আসা দুই নেতা। -বিবিসি ও সিএনএন

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে দ্বিতীয় মেয়াদের প্রত্যাশী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সোমবার শুরু হওয়া কনভেনশনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করবেন জো বাইডেন ও তার রানিং মেট কামালা হ্যারিস।