গুঞ্জন শোনা যাচ্ছে কার্তিক আরিয়ান ও সারার সম্পর্কে ফাটল

‘লাভ আজকাল’ জুটি খ্যাত কার্তিক আরিয়ান ও সারার সম্পর্কে ফাটল ধরেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বছরের শুরুর দিকে তাদের প্রেমের খবরে তোলপাড় ছিল বলিউড। রেস্তোরাঁ থেকে পার্টি, হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলায় নানা কারণে সংবাদের শিরোনাম হতেন তারা।
এবার জানা গেলো, কার্তিক আরিয়ান এবং সারা আলী খানের নাকি বিচ্ছেদ ঘটেছে! এই তারকা জুটি ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করে দিয়েছেন। খবর ইন্ডিয়া ডটকমের
আর এই ঘটনায় অবাক হয়েছেন তাদের ভক্তরা। তাদের ভাষ্য, তবে কি ভেঙেই গেল কার্তিক-সারার এই অসম প্রেম?কার্তিকের হাতে এই মুহূর্তে রয়েছে ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘দোস্তানা টু’ ছবির কাজ।অন্যদিকে সারা আলী খান ব্যস্ত রয়েছেন ‘কুলি নাম্বার ওয়ান’ ও ‘আতরাঙ্গি রে’ নিয়ে।