বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্সেলোনা ৮-২ গোলে বায়ার্নের মিউনিখের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে

News Sundarban.com :
আগস্ট ১৭, ২০২০
news-image

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বার্সেলোনা ৮-২ গোলে বায়ার্নের মিউনিখের বিপক্ষে হেরেছে বিদায় নিয়েছে। বার্সা শিবিরে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে ওই হার। ক্লাবে আমূল পরিবর্তন অবশ্যগাম্ভী করে তুলেছে। এখন বায়ার্ন যদি চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হয় পাঁচ মিলিয়ন তথা ৫০ লাখ ইউরো গচ্চা যাবে বার্সেলোনার।

লিবসনে বার্সেলোনার বড় হারে বড় ভূমিকা রেখেছেন বায়ার্নের বদলি নামা ফুটবলার ফিলিপে কুতিনহো। বার্সেলোনা থেকে ধারে বায়ার্নে খেলা এই ব্রাজিলিয়ান করেছেন দুই গোল, সহায়তা দিয়েছেন এক গোলে। ঘরের শত্রু বিভীষিকা হয়েছেন। বার্সার ৫০ লাখ ইউরো গচ্চা যাওয়ারও কারণ হবেন ফিলিপে কুতিনহো।

কারণ বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হলেই লিভারপুলকে ওই পাঁচ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সেলোনার। লিভারপুল থেকে ২০১৮ সালের জানুয়ারিতে কুতিনহোকে কেনে বার্সেলোনা। দেড় মৌসুম বার্সার হয়ে খেলে বায়ার্নে আসেন কুতিনহো। বার্সা-লিভারপুল  চুক্তিতে ছিল একটি শর্ত। যদি কুতিনহো চ্যাম্পিয়নস লিগ জেতেন তবে লিভারপুলকে দিতে হবে ওই অর্থ।