বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

একটি ফোন নম্বর বিক্রি করা হয় ৩ লাখ ডলারে

News Sundarban.com :
আগস্ট ১৭, ২০২০
news-image

চীনের রাষ্ট্রভাষা মান্দারিনে ৮ সংখ্যাটিকে সমৃদ্ধির সংখ্যা হিসেবে দেখা হয়। দেশটিতে ফোন ব্যবহারকারীরা তাই নিজের ফোন নম্বর নেওয়ার ক্ষেত্রে এই নম্বরটির ওপর জোর দেন।

সম্প্রতি চীনে একটি ফোন নম্বরের শেষ ৫ টি ডিজিটে একই সঙ্গে ৫ টি ৮ থাকায় অনেকেই সেটা পাওয়ার জন্য অনলাইনে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেন। পরে নিলামে সেটি বিক্রি করা হয় চীনা মুদ্রায় ২২ লাখ ইয়েনে। ডলারের হিসেবে যার মূল্য দাঁড়ায় ৩ লাখ ডলার।

বেইজিংয়ের একটি আদালত ওই নম্বরটি বিক্রির জন্য কিছুদিন আগে অনলাইনে নিলামের আদেশ দেন। গত শুক্র ও শনিবার নম্বরটি কেনার জন্য ৫ হাজার লোক নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত ওই ‌’লাকি’ নম্বরটি ৩ লাখ ডলারে বিক্রি হয়।

চীনে ৮ সংখ্যাটি এতটাই গুরুত্বপূর্ণ যে ২০০৮ সালের বেইজিংয়ে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি অষ্টম মাস অর্থাৎ আগষ্টের অষ্টম দিনে আটটা বেজে আট মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।

দেশটিতে ৪ নম্বরটি সবচেয়ে কম ব্যবহৃত হয়। কারণ মান্দারিন ভাষায় চার সংখ্যাটিকে মৃত্যুর অনুরূপ মনে করা হয়।

নিলাম জয়ী ব্যক্তি বোরবার নম্বরটির জন্য ৪০০ ইয়েন পরিশোধ করেছে। আগামী ১০ দিনের মধ্যে তিনি বাকী টাকা পরিশোধ করবেন বলে জানা গেছে। -এনডিটিভি

এর আগে ২০১৭ সালে সাতটি ৮ ডিজিটের ফোন নম্বর ৩৯ লাখ নিলামে বিক্রি হয়েছিল।