ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে খেলা করা যাবে না : সুপ্রিম কোর্ট

হবু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দের পরীক্ষা যথাসময়ে হবে। সোমবার এক মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। Jee ও neet এই দুটি পরীক্ষার মাধ্যমে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ এক রায়ে বলেন, ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে খেলা করা যাবে না।
সঠিক স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে jee এবং ১৩ তারিখে neet পরীক্ষা ধার্য ছিল। ফলে এই নির্দিষ্ট দিনেই পরীক্ষা নিতে হবে। মামলাকারী পক্ষের আইনজীবীর সুপ্রিম কোর্টের কাছে আবেদন ছিল যে দেশের করোনা পরিস্থিতিতে পরীক্ষাটা পিছানো হোক। কিন্তু সুপ্রিমকোর্ট আবেদন খারিজ করে দিয়ে পরিষ্কার জানিয়েছে সঠিক সময়ে পরীক্ষাটা নিতে হবে।