বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁচমাস পর সৃজিতের ভালোবাসার টানে মিথিলা পশ্চিমবঙ্গে

News Sundarban.com :
আগস্ট ১৬, ২০২০
news-image

বিয়ের খুব বেশিদিন একসঙ্গে থাকা হয়নি সৃজিত-মিথিলার। করোনা ভাইরাসের কারণে দু’জন দুই দেশে থাকতে হয়েছে। ভরসা কেবল ভিডিও কল। কিন্তু এভাবে আর কতদিন? তাই প্রায় সাড়ে পাঁচমাস পর সৃজিতের ভালোবাসার টানে মিথিলা পশ্চিমবঙ্গে।

জানা গেছে, উড়ে নয়, বিশেষ অনুমতি নিয়ে ১৫ আগস্ট সড়ক পথে পেট্রাপোল সীমান্ত দিয়ে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি যান মিথিলা। বিষয়টি মিথিলা না জানালেও জানিয়েছেন সৃজিত।  সামাজিক যোগাযোগ মাধ্যমে  সৃজিত মুখার্জি লিখেছেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট বহু মানুষ ঘৃণার কারণে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। ২০২০ সালের ১৫ আগস্ট দুজন মানুষ ভালোবাসার জন্য সীমান্ত পাড়ি দিলেন।

করোনার কারণে ভারতে চলছে লকডাউন। আন্তর্জাতিক বিমান চলাচল এখনও বন্ধ রয়েছে। সৃজিতের বক্তব্যে ধারণা করা হচ্ছে ভারতীয় হাই-কমিশন থেকে বিশেষ অনুমতি নিয়েই ঢাকা থেকে কলকাতায় সড়ক পথে মেয়ে আইরাকে নিয়ে গিয়েছেন মিথিলা। জানা গেছে, মেয়েকে সেখানকার কোন স্কুলে ভর্তিও করিয়েছেন।