শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোসাবা উদ্বোধন হলো কোভিড অ্যাম্বুলেন্স ও ওয়াটার অ্যাম্বুলেন্স

News Sundarban.com :
আগস্ট ১৬, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার

শনিবার স্বাধীনতা দিবসের শুভ মুহূর্তেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের হসপিটাল ফেরিঘাটে কোভিড-১৯ অ্যাম্বুলেন্স এবং ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করেন গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর, মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা।ফলে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবে এই ব্লকে প্রত্যন্ত গ্রামের হাজার হাজার মানুষজন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা,গোসাবা বিডিও সৌরভ মিত্র,বিএমওএইচ প্রশান্ত মন্ডল পঞ্চায়েত সমিতি সভাপতি অচিন পাইক,জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডল প্রমূখ।ক্যানিং মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা বলেন রাজ্য সরকারের উদ্যোগে এই কোভিড-১৯ অ্যাম্বুলেন্স এবং ওয়াটার অ্যাম্বুলেন্স আজ থেকে জলপথে চালু হল।

ফলে সাধারণ মানুষজন স্বাস্থ্য পরিষেবা খুবই উপকৃত হবেন।গোসোবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় ক্যানিং মহকুমা এই প্রথম জলপথে কোভিড-১৯ অ্যাম্বুলেন্স এবং ওয়াটার অ্যাম্বুলেন্স চালু হল।ফলে জল পথে দ্রততার সঙ্গে গুরুত্বপূর্ণ রোগীকে নিয়ে যেতে পারবে।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।ফলে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবে সাধারণ মানুষজন।এদিকে কোভিড-১৯ অ্যাম্বুলেন্স ও ওয়াটার অ্যাম্বুলেন্স চালু হওয়ায় খুশি এলাকাবাসী।