শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তাল হয়ে উঠেছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ

News Sundarban.com :
আগস্ট ১৬, ২০২০
news-image

বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। গত সপ্তাহের ওই নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে কারচুপির অভিযোগে বিরোধীদের বিক্ষোভ চরমে ওঠেছে।

রাজধানী মিনস্কে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পরাজিত প্রার্থী সভেৎলানা তিখানোভস্কায়ার সমর্থকরা। বিক্ষোভকারীদের ওপর পুলিশসহ নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের মধ্যেই রোববার পাল্টা রাজপথে নেমেছে লুকাশেঙ্কোর সমর্থকরা। খবর বিবিসি ও সিএনএনের

বেলারুশে গত ৯ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন হয়। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ফল প্রকাশ করে বলেছে, ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এবারের নির্বাচনে ৮০ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার প্রধান বিরোধী তিখানোভস্কায়া পেয়েছেন ১০ দশমিক ১২ শতাংশ ভোট।

এমন ফল প্রত্যাখ্যান করে তিখানোভস্কায়া বলছেন, ভোট সুষ্ঠুভাবে গণনা করা হলে তিনি ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন। স্বাধীন পর্যবেক্ষকরাও জানিয়েছেন, এ নির্বাচন মোটেও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি।