বাসায় ফিরেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন

সবে করোনা থেকে আরোগ্য লাভ করে বাসায় ফিরেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। বাসায় ফিরে পৃথিবীকে নতুনভাবে দেখছেন তিনি। উপলব্ধি করছেন নতুনভাবে।
একজন প্রকৃতিপ্রেমী হিসেবে অমিতাভের সুনাম রয়েছে। সময় সুযোগ পেলেই তিনি প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান। শত ব্যস্ততার মাঝেও তাই অমিতাভের নিজের বাগানের যত্ন নিতে ভুল হয় না। জানা গেছে তার পছন্দের ফুলের মধ্যে অন্যতম হচ্ছে গুলমোহর।
এদিকে গত ১২ আগস্ট অমিতাভ বচ্চনের মা তেজি বচ্চনের জন্মদিন ছিলো। এদিন মায়ের স্মরণে অমিতাভ বচ্চন নিজের বাগানে একটি গুলমোহরের চারা রোপন করেন।
গুলমোহর লাগানোর সেই ছবি টুইটে শেয়ার করে তিনি লেখেন, ‘প্রতীক্ষায় প্রথম দিনে আমি একটি গুলমোহর লাগিয়েছিলাম। আজ ৪৪ বছরের সেই গুলমোহর ঝড়ে ভেঙে পড়ল। তাই একই জায়গাতে মায়ের নামে আবারও গুলমোহর লাগালাম।