করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত

করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যারা প্রাণ হারিয়েছেন সেসব করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
শুক্রবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, ‘এতদিন করোনা যোদ্ধাদের চিকিৎসার খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লাখ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবার মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
জানা গেছে, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুর প্রতিষ্ঠান এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের পরিবার এই চাকরির সুযোগ পাবেন। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন আশাকর্মীরাও এই চাকরি পাবেন। – এনডিটিভি