শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌমেন মিত্রের স্মরণ সভার আয়োজন করল নামখানা ব্লকের কংগ্রেস কমিটি

News Sundarban.com :
আগস্ট ১০, ২০২০
news-image

ঝোটন রয়, নামখানা

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্রের প্রয়াণে স্মরণ সভা করলো নামখানা ব্লক কংগ্রেস কমিটি। নামখানা ব্লকে সকাল দশটায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন, নামখানা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি প্রতুল সামন্ত, ব্লক কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক তারক মাইতি, উপস্থিত ছিলেন পল্লব কান্তি মন্ডল, বিক্রম কিশোর গায়েন, সুরজিৎ বেরা, তারাশঙ্কর পড়ুয়া, শেখ সিরাজুল, দেলোয়ার খান, রফিকুল খান, রনজিত মন্ডল, সমিরন ধারা, উষা মিদ্যা, বিজয় কুমার সাউ, তপন ভূঁইয়া, হেরামব গিরি, দশরথ পাত্র, ফারুক খান, প্রমুখ।সোশ্যাল ডিস্ট্যান্স এবং মাক্স ব্যবহার করে এই স্মরণসভার আয়োজন করেছিলেন।

এই প্রসঙ্গে নামখানা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি প্রতুল সামন্ত বলেন, সৌমেন বাবু ছিলেন একজন দক্ষ সংগঠক । মানুষের কথা সর্বদা চিন্তা করতেন। কিভাবে এই সংগঠন তৈরি করতে হয় সেটা উনি দেখিয়ে ছিলেন। একসময় যখন নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মৃত্যুঞ্জয় মাঝি। সেই সময় আব্দুল গফুর খান ছিলেন প্রধান। কোন একটা কারণবশত নামখানা ব্লকের হরিপুরে এক বিশাল গন্ডগোলের সৃষ্টি হয়েছিল। সেই গন্ডগোলে আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি আক্রান্ত হয়েছিলেন। এই খবর পাওয়া মাত্রই নামখানায় ছুটে এসেছিলেন সৌমেন বাবু। সেই ঘটনা এখনো আমার চোখে ভাসে। ভাবতেই পারছিনা যে উনি আমাদের মধ্যে নেই। সৌমেন বাবু আমাদের মনের মধ্যে বেঁচে আছে এবং আগামী দিনে থাকবে। এইভাবে এক এক করে কংগ্রেসের নেতাকর্মীরা স্মরণ সভায় বক্তব্য রাখেন।