শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যজুড়ে বিডিও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন গ্রামীন সম্পদ কর্মীরা

News Sundarban.com :
আগস্ট ১০, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের ডাকে আজ বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের সম্পদ কর্মীরা সামাজিক দূরত্ব মেনে এই ডেপুটেশন ও প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। প্রসঙ্গত বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভিআরপি দের দেওয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ, ভি আর পি দের স্থায়ীকরণ, স্বাস্থ্য বীমার সুযোগ, সরকারি কর্মচারীর মর্যাদার স্বীকৃতি, এবং সামাজিক নিরীক্ষা কাজে সারাবছর নিযুক্ত রাখার জন্য এদিন তারা বিডিও সাহেবের নিকট স্মারকলিপি প্রদান করেন ।

সম্পদ কর্মী সংগঠনের সদস্য সেখ রাজু আলী জানান পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ তারা ব্লক পর্যায়ে ডেপুটেশন কর্মসূচি করলেন। আগামী ১৭ ই আগষ্ট তারা বিধায়ক সাহেব কে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবেন বলে জানা যায়, পাশাপাশি তিনি আরো বলেন সরকারের প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে‌ তাদের আন্দোলন চলতে থাকবে। এর পরপরই তারা জেলা স্তরে এবং কলকাতার বুকে অবস্থান-বিক্ষোভ করবে বলে জানা যায়। গ্রামীন সম্পদ কর্মীদের দুর্দিনে তাদের অসহায়তা নিরসনে সরকারপক্ষের কাছে বারংবার আবেদনও জানানো হয় বলে জানান পাত্রসায়ের ব্লকের সম্পদ কর্মী গৌরাঙ্গ পাল। তারা আশাবাদী মাননীয়া মুখ্যমন্ত্রী তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন।