শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুয়াবাগান ভারত বাঁচাও দিবসে শ্রমিক কৃষক সংগঠনগুলির বিক্ষোভ মিছিল

News Sundarban.com :
আগস্ট ৯, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

১৯৪২ সালের ৯ই আগস্ট মহাত্মা গান্ধী দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের ডাক আর আর তার ৭৮ বছর পরে দেশের প্রায় সমস্ত ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলির ডাকে দেশজুড়ে সেই ৯ই আগস্ট‌ই পালিত হলো ভারত বাঁচাও দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু দেশের রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রগুলিকে বর্ণনা করেছিলেন মন্দির বলে আর বর্তমান বিজেপি সরকার লকডাউন ও করোনা অতিমারির সুযোগকে কাজে লাগিয়ে রেল, বিমান, প্রতিরক্ষা কারখানা, কয়লা ও তৈল খনি, ব্যাংক, বীমা-সহ সেই মন্দিরগুলিকেই ছকড়ায় নকড়ায় আম্বানি, আদানি ও অন্যান্য দেশী বিদেশী মালিকদের যেভাবে বেচে দিতে উদ্যোত হয়েছেন তার বিরুদ্ধে সারা দেশের সাথেই বাঁকুড়া ১নং ব্লকের পুয়াবাগানে মিছিল, বিক্ষোভ সভা ও রাজ্য সড়ক অবরোধের মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন ঐ এলাকার মানুষজন।

পাশাপাশি উথ্থাপিত হলো প্রতিটি গরীব পরিবারকে মাসে ৭৫০০/- টাকা করে ও প্রতিটি গরীব মানুষকে বিনামূল্যে মাসে ১০ কেজি করে খাদ্যশস্য আগামী ছমাস প্রদান, MNREGA’য় বছরে ২০০দিন কাজ ও দৈনিক ৩০০/- টাকা মজুরি, করপোরেটদের স্বার্থে আরোপিত কৃষি অর্ডিন্যান্স বাতিল, ন্যাহ্যমূল্যে ফসল কেনার‌ও দাবী। – পথ অবরোধের ফলে বহু গাড়ী আটকে পড়লেও আটকে পড়া আরোহীদেরও অনেকেই দাবিগুলোর প্রতি নৈতিক সমর্থন জানান। – প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও নেতৃত্ব প্রদান করেন শ্রমিক নেতা প্রতীপ মুখার্জি ও উজ্জ্বল সরকার, কৃষক নেতা সুনীল ঘোষ ও মোহন ধবল, ক্ষেতমজুর নেতা বিনোদ বাস্কে প্রমুখ নেতৃবৃন্দ।