শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসি আরও অন্তত তিন-চার বছর বার্সেলোনাতে খেলবেন, দাবি বার্তামেউয়ের

News Sundarban.com :
আগস্ট ৭, ২০২০
news-image

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আরও অন্তত তিন-চার বছর বার্সেলোনাতে খেলবেন। এরপর বার্সাতেই অবসর নেবেন। জোর দাবি ক্লাব প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের।

লিওনেল মেসির সঙ্গে বার্সার চুক্তি শেষ হচ্ছে আগামী বছর। নতুন চুক্তির ব্যাপারে মেসি এখনও কোন সাড়া দেননি। তবে বার্সা প্রেসিডেন্টের দাবি, মেসি দ্রুতই নতুন চুক্তিতে সই করবেন। তার মতে, অন্তত ২০২৩ সাল পর্যন্ত বার্সায় থাকবেন মেসি।

বার্তামেউ বলেন, ‘এটা আমি বলছি না। মেসি নিজেই বলেছে, সে বার্সেলোনাকে তার ক্যারিয়ার শেষ করতে চায়। এটাই তার একমাত্র ক্লাব। আমি নিশ্চিত, তিন বছর হোক কিংবা চার বছর, যখন সে তার ক্যারিয়ার শেষ করবে সেটা বার্সাতেই হবে। এ বিষয়ে মেসির চিন্তা-ভাবনা খুবই পরিষ্কার। মেসি ছেলেবেলা থেকে এই ক্লাবের সঙ্গে আছে। ক্লাবের জার্সির সম্মান সে বোঝে। সে এই ক্লাবের ইতিহাসের অংশ। সে বিশ্বের সেরা ফুটবলার। শুধু বর্তমানের নয়, ফুটবল ইতিহাসের। সে বার্সাতে আছে এবং বার্সাতেই শেষ করতে চায়।’